Selima rahman biography examples
BNP standing committee member Selima Rahman today claimed that those who are now extorting money in the name of BNP are infiltrators from Awami..
সেলিমা রহমান
সেলিমা রহমানবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একজন রাজনীতিবিদ। তিনি বিএনপির জাতীয় স্থায়ীকমিটির অন্যতম সদস্য। তিনি ২০০১-২০০৬ পর্যন্ত বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১]
ব্যাকগ্রাউন্ড
[সম্পাদনা]সেলিমা রহমানের পিতা বিচারপতি আব্দুল জব্বার খান। তিনি ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার। তার ভাইবোনদের মধ্যে সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান, কবি আবু জাফর ওবায়দুল্লাহ, সাংবাদিক ও সরকারের মন্ত্রী এ জে এম এনায়েতুল্লাহ খান, তৃতীয় হাসিনা মন্ত্রিসভার মন্ত্রী রাশেদ খান মেনন, ফটোগ্রাফার অ্যালেন খান এবং নিউ এইজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল।[২]
কর্মজীবন
[সম্পাদনা]সেলিমা রহমান বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৩][৪]
বেশ কয়েকবার তাকে গ্রেফতার করা হয়েছিল। এপ্রিল ২০১২ সালে ফৌজদারী কার্যবিধি ৫৪ ধারার অধীনে,[৫] ডিসেম্বর ২০১৩,[৬], জানুয়ারী ২০১৪ রমনা থানার গাড়ি পোড়ানোর মামলায়,[৭] আগস্ট ২০১৫ পুলিশ