Nirmolendu gun biography for kids

          Gun was born in Kasban village under Barhatta Upazila of the Netrakona District on June 21, He passed the Matriculation examination in.

        1. Poet Nirmalendu Goon, the 'Poet of Bangabandhu', has penned numerous poems about the revered leader, a testament to his well-deserved honor.
        2. Nirmalendu Goon (born 21 June ) is a Bangladeshi poet known for his accessible verse.
        3. Nirmalendu Goon (Bengali: নির্মলেন্দু গুণ)is a Bangladeshi poet, and one of the most popular poets in Bangladesh, lauded by many for his accessible verse in an age.
        4. Nirmalendu Goon is one of the most popular Bengali poets of Bangladesh who is known for his approachable verse line.
        5. Nirmalendu Goon (born 21 June ) is a Bangladeshi poet known for his accessible verse.!

          কবি নির্মলেন্দু গুণের পুরো নাম হচ্ছে নির্মলেন্দু গুণ প্রকাশ চৌধুরী, আর এই ‘চৌধুরী’ পদবি অবশ্য কবির বংশ পরম্পরা থেকে আসেনি। কবির জন্মের কিছু বছর আগে তাঁর বাবা সুখেন্দু গুণ প্রকাশ গৌরীপুরের জমিদারের কাছ থেকে চারটি গ্রামের তালুকদারী কিনে নেন আর সেই কারণে কবির নামের শেষে চৌধুরী যুক্ত হয়ে যায়।

          কবি নির্মলেন্দু গুণ মূলত একজন আধুনিক কবি। তাঁর কবিতায় শ্রেণীসংগ্রাম, স্বৈরাচার-বিরোধিতা, প্রেম ও নারী ইত্যাদি বিষয় বার বার উঠে এসেছে। কবি জন্মেছিলেন নেত্রকোণার বারাহাট্টার কাশবন গ্রামে। ১৯৪৫ সালের ২১ জুন জন্মগ্রহণ করা এ কবি ‘প্রেমাংশুর রক্ত চাই’ নামক কাব্যগ্রন্থের মাধ্যমে আলোচনায় আসেন। প্রথম কাব্যগ্রন্থ তাঁকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। বিশেষ করে হুলিয়া কবিতাটি সর্বমহলে সমাদৃত হয় এবং পরবর্তীতে এই কবিতার উপর ভিত্তি করে তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেন। সাহিত্যের তাঁর অসামান্য অবদানের জন্য ১৯৮২ সালে বাংলা একাডেমী পুরষ্কার, ২০০১ সালে একুশে পদক এবং সর্বশেষ ২০১৬ সালে স্বাধীনতা পদক অর্জন করেন।

          নন্দিত এ কবির কবিতার সংখ্যা কম নয়। জনপ্রিয় কবিতার তালিকা করতে গেলে তা বড়ই হতে